জামালগঞ্জ প্রতিনিধি ::
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ৫ই আগস্ট অনুষ্ঠিতব্য সুনামগঞ্জ জেলা জমিয়তের কাউন্সিল এবং কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে জামালগঞ্জ উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধায় আবাবিল নূরানী একাডেমি’র হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল গাফফার। উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আলমগীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ রশীদ আহমদ। সভায় আরও বক্তব্য রাখেন—উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওঃ আবুল কাশেম জিহাদী, বাস্তবায়ন কমিটির সদস্য এম আব্দুল হাফিজ, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওঃ আব্দুল মতিন ও মাওলানা জাকারিয়া আল মামুন, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সহ-সম্পাদক হাফিজ আতিকুর রহমান, সদর ইউপি জমিয়তের সভাপতি হাফিজ হারুনুর রশীদ,বেহেলী ইউপি নেতা মাওলানা সামছুদ্দীন। এছাড়াও এসময় উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন কোনোভাবেই পিআর পদ্ধতিতে না হয়—এমনটি নিশ্চিত করার জন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।এছাড়া বক্তাগণ বিএনপির সুদীর্ঘ দুই যুগের পরীক্ষিত মিত্র জমিয়তের প্রার্থীকে মনোনয়ন দেয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
Geen reacties gevonden