close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

জামালগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি ..

Abdus Samad avatar   
Abdus Samad
জামালগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি 

আব্দুস সামাদ আফিন্দী,জামালগঞ্জ  প্রতিনিধি ::

“সঠিক পুষ্টিতে সুস্থ জীবন” এই প্রতিপাদ্যে জামালগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন। আরও বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. সাহেদুল আলম ভূইয়া, ডা. আলমগীর হোসেন, ডা. শরীয়ত উল্ল্যা, ডেন্টাল সার্জন ডা. শাহীন মিয়া, এসআই মো. মাসুদ রানা, জামালগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সভায় বক্তারা জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

No comments found


News Card Generator