জামালগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারীদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শরীফপুর গ্রামে সুনামগঞ্জ-১ আসনের মনোনয়নপ্রত্যাশী মাহবুবুর রহমানের পক্ষে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন— জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক,সদস্য নূরে আলম ফরায়েজী,আলী আক্কাছ মুরাদ,যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান,জামালগঞ্জ সদর ইউনিয়নের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন,সাবেক সাধারণ সম্পাদক-জামির আহমদ,সদর ইউনিয়নের (প্যানেল চেয়ারম্যান )নুরুল হুদা,
ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক,
আহ্বায়ক কমিটির সদস্য জাফর আলী,ময়না মিয়া,সানোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মমিন মিয়া,রহিম বাদশা, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক তৌফিকুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের একমাত্র পথ। এজন্য নারী সমাজকে সচেতন ও সংগঠিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফা বাস্তবায়নে পাশে থাকার আহ্বান জানান তারা।