আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি ::
জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে (২০১৯-২০২০) শিক্ষাবর্ষের সম্মান ৪র্থ বর্ষের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান (২৮মে) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সুজিত রঞ্জন দে।
বিদায় অনুষ্ঠানের আয়োজন করে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস বিভাগ। বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনায় বক্তারা মূল্যবান বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, এই কলেজের শিক্ষার্থীরা শুধু একাডেমিক ক্ষেত্রেই নয়, বরং নৈতিকতা ও দেশপ্রেমের ক্ষেত্রেও নিজেদের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ অনেকেই।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মানিত করা হয়। কলেজের শিক্ষক-শিক্ষিকা, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।