close

লাইক দিন পয়েন্ট জিতুন!

জামালগঞ্জ হাসপাতালে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

Abdus Samad avatar   
Abdus Samad
জামালগঞ্জ হাসপাতালে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

সুনামগঞ্জের জামালগঞ্জ সদর হাসপাতালে অনিয়ম, দুর্নীতি ও সেবার মান অবনতি, অব্যবস্থাপনা এবং অযোগ্য টিএইচও-র অপসারণের দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে সচেতন জামালগঞ্জবাসী-এর উদ্যোগে হাসপাতাল সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

“অনিয়ম যখন নিয়ম হয়ে যায়, প্রতিবাদ করা তখন দায়িত্ব হয়ে যায়”—এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষার্থী, ব্যবসায়ী, সেবাপ্রার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

 হাসান আল মাসুমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আলতাফুর রহমান,আব্দুল কুদ্দুস, তোফায়েল আহমদ,হাফেজ আরিফুল ইসলাম, মারুফ আহমদ,আরিফ বাদশা, মুরসালিন,দ্বীন ইসলাম স্বপন,কামাল হোসেন  ,নজির হোসেন প্রমূখ,।

 বক্তারা বলেন, জামালগঞ্জ হাসপাতালে বহুদিন ধরে নানামুখী অনিয়ম চলছে। হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, ল্যাট্রিনে পানি না থাকা, চিকিৎসকরা সঠিক সময়ে না আসা, ওষুধ সরবরাহে অনিয়মসহ নানা সমস্যার কারণে সাধারণ রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতেই নানা অজুহাতে বাইরে থেকে ওষুধ কিনতে হয়। তাছাড়া পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ায় রোগীরা আরও ঝুঁকিতে পড়ছেন।

আয়োজকদের দাবি,দ্রুত হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত, ল্যাট্রিনে পানি সরবরাহ নিয়মিত রাখা, চিকিৎসকদের সময়মতো উপস্থিতি, পর্যাপ্ত ওষুধ সরবরাহ ও জনবল নিয়োগ নিশ্চিত ও  হাসপাতালের অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধ এবং অযোগ্য টিএইচও-র দ্রুত অপসারণের দাবি জানানো হয়।  অন্যথায় তারা ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

Tidak ada komentar yang ditemukan