close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

জামায়াতকে একাত্তরের ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দুদুর..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
BNP Vice Chairman Shamsuzzaman Dudu urges Jamaat-e-Islami to apologize for its 1971 stance and join the upcoming elections, warning that further resistance will double their historical mistake.

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানিয়েছেন ১৯৭১ সালের ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে।

জামায়াতকে একাত্তরের ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, ১৯৭১ সালে আপনারা যে ভুল করেছেন, তা সংশোধনের এখনও সুযোগ আছে। জাতির কাছে ক্ষমা চান, নির্বাচনে অংশ নিন। অতীতের ভুল আংশিক হলেও মোচন হবে। কিন্তু যদি নির্বাচন প্রতিরোধে রাস্তায় নামেন, সেই ভুল হবে দ্বিগুণ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

দুদু বলেন, একসময় বিএনপি আপনাদের (জামায়াত) পাশে দাঁড়িয়েছিল গণতান্ত্রিক আন্দোলনের স্বার্থে। তাতে হয়তো বিএনপি রাজনৈতিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু জাতীয় স্বার্থে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ যদি সেই ঋণ মনে রাখেন, তবে সেটা দেশের জন্য মঙ্গলজনক হবে।

তিনি আরও দাবি করেন, বর্তমানে দেশের একমাত্র সংগঠিত রাজনৈতিক শক্তি বিএনপি। দেশের প্রতিটি স্তরে বিএনপির শিকড় রয়েছে। যেখানে ১০ জন মানুষ, সেখানে ৬-৭ জন বিএনপির সমর্থক। আওয়ামী লীগ হারিয়ে গেছে। বিএনপি যদি নতুন করে ঘুরে দাঁড়ায়, তাহলে পুলিশ বা সেনাবাহিনীর দরকার হবে না—মানুষই দেশের রক্ষাকবচ হবে।

আলোচনা সভায় শামসুজ্জামান দুদু আরও বলেন, আমরা বিশ্বাস করি, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। সেই লক্ষ্যে বিএনপি নির্বাচনী উদ্যোগকে সবসময় সমর্থন করে এসেছে। সরকার এখন নির্বাচনের ঘোষণা দিয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কিছু দল নির্বাচন প্রতিহতের হুমকি দিচ্ছে। এই ধারা চললে দেশ ভয়ংকর অনিশ্চয়তায় পড়বে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি স্বাধীনতা-পরবর্তী আওয়ামী লীগের শাসনামল নিয়েও সমালোচনা করেন। বলেন, “স্বাধীনতার পর জাতি শেখ মুজিবুর রহমানের কাছ থেকে যে আশাবাদী ছিল, তা পূরণ হয়নি। ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত সময়ে দুর্ভিক্ষ, রাজনৈতিক হত্যা ও চরম অব্যবস্থাপনার সাক্ষী হয়েছে জাতি। শুধু ইতিহাসের বই পড়ে এই বাস্তবতা বোঝা যাবে না। যাঁরা সেই সময় দেখেছেন, তারাই জানেন কেমন কঠিন সময় ছিল।

সভায় আরও উপস্থিত ছিলেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারী, জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এসকে সাদী, জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ প্রমুখ।

এই আলোচনা সভা থেকে জামায়াতের প্রতি সরাসরি বার্তা দিয়েছেন দুদু—পুরনো ভুল থেকে বের হয়ে নতুন রাজনৈতিক বাস্তবতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে।

لم يتم العثور على تعليقات