close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

জায়েদ ইন্টার প্রাইজের উদ্যোগে সাতক্ষীরায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
জায়েদ ইন্টার প্রাইজের উদ্যোগে সাতক্ষীরায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় জায়েদ ইন্টার প্রাইজের উদ্যোগে ও দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলঃ লিঃ এর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলায় কর্মরত নির্মান শ্রমিকদের নিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১ মে '২৫) সকাল ৯ টায় র‌্যালী তালা মেলা বাজারের জায়েদ ইন্টারপ্রাইজের সামনে থেকে শুরু হয়ে তালা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জায়েদ ইন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ও তালা বাজার বণিক সমিতির আহবায়ক এস এম নুরুল ইসলাম।


ইমারাত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলঃ লিঃ এর মার্কেটিং এক্সজিকিউটিভ মোঃ মোস্তাফিজুর রহমান।


বক্তব্য রাখেন, তালা উপজেলা ইমারাত শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুণ-অর-রশিদ খোকন, শ্রমিক নেতা কবিরুল ইসলাম, রবিউল ইসলাম, হেকতম আলী, খায়রুল ইসলাম, সরোউদ্দীন লিয়াকত হোসেন প্রমুখ।


এসময় তালা উপজেলা ইমরত শ্রমিক ইউনিয়নের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Ingen kommentarer fundet


News Card Generator