লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত এই অনন্য কাজগুলোকে সাধুবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) জনাব অধ্যাপক ড. সোহেল আহমেদ। তিনি পথিমধ্যেই রেইনকোর্ট বিতরণ কর্মসূচিতে যুক্ত হয়ে সংগঠনটির ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রেখে মানুষের পাশে থাকা এবং সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেছেন।
রেইনকোর্ট বিতরণ কর্মসূচির বিষয়ে লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, "আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য হলো রিক্সাচালক ভাইদের বর্ষার দিনে ভিজে গিয়ে অসুস্থ হওয়া কিংবা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে কিছুটা হলেও সুরক্ষা দেওয়া।রিক্সাচালকরা আমাদের সমাজের পরিশ্রমী একটি অংশ, যাদের আমরা প্রতিদিন কাজে লাগাই কিন্তু তাদের জীবনসংগ্রাম প্রায়ই আমাদের দৃষ্টির আড়ালেই থেকে যায়। তাই মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। লাল সবুজের এই উদ্যোগ প্রমাণ করে, সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ সমাজ পরিবর্তনের একটি বড় শক্তি হয়ে উঠতে পারে।"
ক্যাম্পাসজুড়ে এই রেইনকোর্ট বিতরণ কর্মসূচিতে রিক্সাচালকরা ভীষণ খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একজন রিক্সাচালক বলেন, “প্রতিদিন বৃষ্টিতে ভিজে আমাদের চলা খুব কষ্টের হয়। এই রেইনকোর্ট আমাদের অনেক উপকারে আসবে।"
লাল সবুজ উন্নয়ন সংঘ জাবি টিমের সদস্য ৫৩ ব্যাচের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নোঃ রিফাত বলেন, " লাল সবুজ দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি সদস্যরা ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য যে লাল সবুজ উন্নয়ন সংঘ ২০১১ সাল থেকে দেশের সিংহভাগ জেলায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ বিভিন্ন সচেতনামূলক ক্যাম্পেইন, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ উপহার, পাঠদান কর্মসূচি, ঈদের নতুন জামা উপহার, শীতার্তদের মাঝে কম্বল উপহার, বৃক্ষরোপণ, রক্তদান, স্বাস্থ্য সচেতনামূলক কর্মসূচি, বিভিন্ন ক্রান্তি ও দুর্যোগকালীন সময়ে সমাজ সচেতনামূলক কর্মসূচি এবং দেশের পরিবেশ ও প্রাণ প্রকৃতি সুরক্ষায় কাজ করে যাচ্ছে। সংগঠনটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০২২ সাল থেকে বিভিন্ন সামাজিক ও সচেতনামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।