close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ইতিহাসের সামনে বাংলাদেশ, পাল্লেকেলেতে লড়াই ২৮৫ রানের

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
পাল্লেকেলেতে আজ আরেকটি ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা..

তাই আজকের তৃতীয় ও শেষ ম্যাচটি কার্যত হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী ফাইনাল। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের গৌরব অর্জন করবে টাইগাররা।

মঙ্গলবার (৮ জুলাই) পাল্লেকেলেতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। ইনিংসের শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত কুশল মেন্ডিসের দুর্দান্ত সেঞ্চুরি ও আসালাঙ্কার কার্যকর হাফ-সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে লঙ্কানরা তোলে ২৮৫ রানের চ্যালেঞ্জিং স্কোর।

দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। তানজিম হাসান সাকিবের শিকার হন মাদুশকা। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা যোগ করেন ৫৬ রান। নিশাঙ্কাকে (৩৫) ফেরান তানভীর ইসলাম।

তৃতীয় উইকেট জুটিতে মাত্র ৩১ রান আসে কামিন্দু মেন্ডিসের সঙ্গে। তাকে ১৬ রানে এলবিডব্লিউ করে ফেরান মেহেদী হাসান মিরাজ।

সেখান থেকে চাপ সামাল দিয়ে কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা গড়েন ম্যাচের সবচেয়ে বড় জুটি। এই জুটিতে আসে ১২৪ রান। আসালাঙ্কা ৬৮ বলে ৫৮ রান করে তাসকিন আহমেদের শিকার হন। আর কুশল মেন্ডিস ১১৪ বলে করেন ১২৪ রান, যা তার ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি এবং বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়।

পরবর্তী ব্যাটাররা কেউই বড় ইনিংস খেলতে পারেননি। জেনিথ লিয়ানাগে ১৭ বলে ১২, দুনিথ ভেল্লালাগে ৬ বলে ৬ রান করেন। শেষ দিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৪ বলে অপরাজিত ১৮ ও চামিরা ৮ বলে ১০ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম।

২৮৬ রানের লক্ষ্য এখন বাংলাদেশের সামনে। ইতিহাস গড়তে হলে এই স্কোর পেরোতেই হবে টাইগারদের।

No comments found