close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ইসরাইলের দখলদারিত্ব ও গণহত্যার প্রতিবাদে মোংলায় ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ..

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

ইসরাইলের দখলদারিত্ব ও গণহত্যার প্রতিবাদে মোংলা সরকারি কলেজ শাখা ,পৌর ও উপজেলা শাখা ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টার..

এ সময় উপস্থিত ছিলেন,মোংলা পৌর ছাত্রদল যুগ্ম আহবায়ক নাজমুস সাকিব, মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো: সজিব মিয়া শান্ত, রহুল আমিন মুন্না,শাকিল হাওলাদার, মো: বায়েজিদ, মো: মাশরাফি, মো: রাকিবুল,মো: সাব্বির, মো: জিসান, মো: আরাফাত ইসলাম আলভি, মো: তামিম আব্দুল্লাহ স্বপ্ন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে তারা বলেন,ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি নিরীহ মানুষদেরকে হত্যা করছে। এই গণহত্যা বন্ধ করতে হবে এবং ইসরাইলি বাহিনীদের গণহত্যার দায়ে বিচার করতে হবে।এ সময় তারা সকল পণ্য বয়কট করার আহ্বান জানান।

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator