close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল নরসিংদী   লাখো মানুষের বিক্ষোভে প্রকম্পিত রাজপথ..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল নরসিংদী  
লাখো মানুষের বিক্ষোভে প্রকম্পিত রাজপথ..

রিপোর্ট মেহেদী হাসান: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নরসিংদী। ‘গাজা স্টপস দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে রাজপথে নামে সাধারণ জনগণের ঢল। শহরজুড়ে সৃষ্টি হয় ব্যতিক্রমধর্মী মানবিক আন্দোলনের এক ঐতিহাসিক চিত্র।

সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শিক্ষা চত্বর থেকে বের হয় একটি বিশাল বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলখানা মোড়ে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা আমির অধ্যাপক মাওলানা মুসলেহুদ্দীন, সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, অধ্যাপক মকবুল হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল লতিফ খান ও ইব্রাহিম ভূঁইয়া, সদর থানা আমির মাহফুজ ভূঁইয়া, শহর আমির আজিজুর রহমান, এবং জেলা ছাত্রশিবির সভাপতি মো. রুহুল আমীন।

এর ঠিক এক ঘণ্টা পর, সকাল ১১টায়, নরসিংদী পৌরসভা চত্বর থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে আরও একটি বিশাল মিছিল বের হয়। শহর প্রদক্ষিণ করে সেটিও এসে জেলখানা মোড়ে মিলিত হয় পূর্বের সমাবেশে।

বিক্ষোভে অংশ নেয় শহরের প্রায় সব স্কুল, কলেজ, মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী। তরুণ কণ্ঠে মুখরিত হয়ে ওঠে শহর— “ইসরায়েলের বর্বরতা বন্ধ করো”, “ফ্রি ফিলিস্তিন”, “গাজার শিশুরা আমাদের ভাই”।

বিক্ষোভের প্রভাব পড়ে মহাসড়কে। ঢাকা-সিলেট মহাসড়কে এক ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। দু’পাশে দীর্ঘ লাইনে আটকে পড়ে শত শত যানবাহন।

সমাবেশে বক্তারা বলেন, “গাজায় যা চলছে, তা নিছক সংঘাত নয়, এটি ইতিহাসের নিষ্ঠুরতম গণহত্যা। বিশ্ব নেতারা নীরব, কিন্তু মুসলমানদের হৃদয় জেগে উঠেছে। এই প্রতিবাদ সেই জাগরণেরই ইঙ্গিত।”

কোন মন্তব্য পাওয়া যায়নি