ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ ইসলামী ব্যাংকে অবৈধভাবে অদক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ এর যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্যাংক লুটের হিসেবে পরিচিত এস আলম কর্তৃক ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে। দক্ষ ও মেধাবী প্রার্থীদের বঞ্চিত করে নানা অবৈধ পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়েছে, যার ফলে ব্যাংকিং সেক্টরের স্থিতিশীলতা ও সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বক্তারা এসব অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিল করে দেশের সকল অঞ্চলের যোগ্য ও দক্ষ প্রার্থীদের মেধাভিত্তিক নিয়োগের দাবি জানান।
বক্তারা পাশাপাশি যারা মিথ্যা তথ্য ও অপপ্রচারের মাধ্যমে ইসলামী ব্যাংকের সুনাম ক্ষুন্ন করছে, তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহবান জানান এবং পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ রাশিদুল ইসলাম, মোঃ মাছুম বিল্লাহ, মোঃ জাহাঙ্গীর আলম (গ্রাহক), মোঃ জাহিদ হাসান, মোঃ মোমিনুর রহমান প্রমুখ।
ছবি- শ্যামনগরে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন।