close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ইসলামী বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ-প্লাটুনের পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত..

Mahfujul Haque Piyas avatar   
Mahfujul Haque Piyas
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নৌ শাখার (পুরুষ ও মহিলা) দুই প্লাটুনের ক্যাডেটদের পদোন্নতি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।..

ইবি প্রতিবেদক,

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নৌ শাখার (পুরুষ ও মহিলা) দুই প্লাটুনের ক্যাডেটদের পদোন্নতি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর ২টায় শুরু হওয়া এই পরীক্ষায় অংশগ্রহণ করেন দুই প্লাটুন মিলে অর্ধশতাধিক ক্যাডেট। পরীক্ষাটি লিখিত ও ড্রিল মিলে দুই ধাপে সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলাভবনের তৃতীয় তলায় লিখিত পরীক্ষার মাধ্যমে শুরু করে, এরপর বিএনসিসির নৌ শাখার সামরিক প্রশিক্ষক সার্জেন্ট এম মাসুদের রানার পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত গ্রাউন্ডে ড্রিল পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষা কার্যক্রম তত্ত্বাবধান করেন ইবি বিএনসিসি প্লাটুনের প্রধান সমন্বয়কারী প্রফেসর ড. মো: আব্দুল বারী। এছাড়াও উপস্থিত ছিলেন নৌ শাখার সামরিক প্রশিক্ষক সার্জেন্ট এম মাসুদ রানা, সিইউও মুকসিতুর রহমান মুগ্ধসহ বিএনসিসির অন্যান্য কর্মকর্তা।

সিইউও মুকসিতুর রহমান মুগ্ধ বলেন, “ইবি নৌ শাখা বাংলাদেশে সকল প্লাটুনের থেকে একটু ভিন্ন। নিয়মমাফিক পরীক্ষা, ক্লাস, ল্যাব থাকা সত্ত্বেও ক্যাডেটরা তাদের দায়িত্ব এবং সাপ্তাহিক প্রশিক্ষণে নিয়মিত অংশগ্রহণ করে আসছে। যার ফলে তাদের মধ্যে নেতৃত্ব দানের গুণাবলি, মেধার চর্চা এবং একজন দক্ষ সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলার জন্য সকল প্রকার কাজে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হচ্ছে। তারই ধারাবাহিতা অব্যাহত রাখতে নিয়মিত পদোন্নতি পরীক্ষা হয়ে থাকে বিএনসিসি এর সকল শাখায়। এর মাধ্যমে তারা  দায়িত্বপ্রাপ্ত হয়ে নিজের কর্তব্য সম্পর্কে ধারণা লাভ করবে এবং প্রশিক্ষণের জ্ঞান ব্যক্তিজীবন সহ দেশের সকল স্তরে কাজে লাগাবে বলে আমার বিশ্বাস। আমি তাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি এবং ইবি নৌ প্লাটুনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।”

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)- এর খুলনা ফ্লোটিলার   একটি চৌকস প্লাটুন। এ প্লাটুনের রয়েছে একটি গৌরবময় ও সমৃদ্ধ ইতিহাস। বিভিন্ন জাতীয় ও আন্তঃপ্লাটুন ক্যাম্প, প্রশিক্ষণ, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখানকার চৌকস ও সুশৃঙ্খল ক্যাডেটরা ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। তাঁদের নিষ্ঠা, শৃঙ্খলা এবং দেশপ্রেমের প্রতিফলন প্লাটুনের মর্যাদা ও সুনাম বহুগুণে বৃদ্ধি করেছে।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator