ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা গৌরব্দী ইউনিয়ন শাখার সম্মেলন ও কমিটি গঠন সম্পন্ন
বরিশাল জেলার হিজলা উপজেলার ৫নং হিজলা গৌরব্দী ইউনিয়ন শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সভাপতি ক্বারী নূর মোহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা আব্দুল গনী এবং বিশেষ অতিথি ছিলেন মাওলানা মাইনুদ্দিন, সদ্য সাবেক সহ-সভাপতি, হিজলা উপজেলা শাখা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ বিন কালাম, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের ইউনিয়ন সভাপতি মাওলানা বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দীন, যুব আন্দোলন ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা মুফতী নূরুদ্দীন, যুব নেতা মাওলানা নোমান আজহারী, ক্বারী আব্দুল মান্নান এবং মুফতি জহিরুল ইসলাম মাহমুদী।
সঞ্চালনা করেন মাওলানা আবু ইউসুফ আশরাফী, ইউনিয়ন সেক্রেটারি। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য রাখেন।
সম্মেলনের শেষাংশে ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়, সভাপতি নির্বাচিত হন ক্বারী নূর মোহাম্মদ, সহ-সভাপতি মৌলভী আবু বক্কর সিদ্দিক এবং সেক্রেটারি মাওলানা আবু ইউসুফ আশরাফী। সভাপতির বক্তব্যের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।