ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৮ জুন মহাসমাবেশ সফল করার উদ্দেশ্যে সারাদেশে তপঝোড় দাওয়াতি কর্মসূচি সরগম।..

Al Karim avatar   
Al Karim
ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমোনাই ঘোষিত আসছে আগামী ২৮ জুন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের বাস্তবায়ন করতে, সারাদেশে চলছে ব্যপক সভা সমাবেশ ও পোষ্টার সাটানোর কার্যক্রম।..

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর একজন গ্রাম্য পর্যায়ের কর্মীর নিকট থেকে জানা গেল, তিনি বলেন, বাংলাদেশের ৫৩/৫৪ বছরের বয়সে এই প্রথম, কোন রাজনৈতিক দলের ইতিহাস বদলানো লোকসমাগম উপস্থিত হতে যাচ্ছে। 

তিনি আরও বলেন আমরা আমাদের সর্বোচ্চসংখ্যক জন সমাগমের জন্য কাজ করে যাচ্ছি।  তাছাড়াও ইংশাআল্লাহ, আমি ধারণা করছি, আগামী ২৮ জুন আমাদের দল বা আমীর, আমাদেরকে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশেষ কর্মসূচি ঘোষণা করবেন। 

তিনাকে আমি আরও জিজ্ঞাসা করলাম, এতো বড় বিশাল মহাসমাবেশের বাস্তবায়ন তো আপনাদের দলের অনেক টাকার প্রয়োজন হবে,  তা আপনার দল এতো টাকা কোথা থেকে আনছে,  মোটকথা এতো টাকার মূল উৎসাহ কি?

উত্তরে তিনি বলেনঃ আমরা রাজনীতি করি ইবাদত হিসেবে, একমাত্র আল্লাহর মদদে।  সুতরাং যেহেতু আমাদের আমীর আমাদেরকে নির্দেশ করেছেন মহাসমাবেশ পালনের জন্য, সেহেতু আপনি জেনে খুশি হবেন যে, এক কথায় আমার দেশ আমাকেই সাজাতে হবে। সুতরাং এই সকল প্রোগ্রাম আমরা, আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য হিসেবে, আমাদের সকলেরই পকেটের টাকা দিয়ে পালন করে আসি, এবং এই যে, সামনের ২৮ জুন মহাসমাবেশ, একইভাবে সফল করা হবে। ইংশাআল্লাহ। 

তিনি আরও বলেন, আপনি জেনে রাখেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিশুদ্ধতার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিকল্প অন্য কোন রাজনৈতিক দল আছে বলে আমার মনে হয় না।

সর্বশেষ তিনি দেশবাসীকে আহ্বান করেন, দলমত নির্বিশেষে ও জাত পাত ধর্ম বর্ন সবাইকে দাওয়াত, চলুন সবাই ঢাকায় যায়। 

যায়হোক, আমি বলবো, দেখা যাক আগামী ২৮ জুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতির উদ্দেশ্যে ঘোষণা প্রদান করেন। 

Hiçbir yorum bulunamadı