close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ঈশ্বরগঞ্জে নিখোঁজ নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজ জহুরা খাতুন (৬২) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) রাতে উপজেলার জাটিয়া ইউনিয়নের মাকড়ঝাপ গ্রামের কাঁচা মাটিয়া নদী থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

নিহত জহুরা খাতুন উপজেলার মাকরঝাপ গ্রামের রুস্তম আলী মাস্টারের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং গত ২৬ জুলাই সকালে নিখোঁজ হন বলে জানান পরিবারের লোকজন। পরে শুক্রবার বিকেলে কাচামাটিয়া নদিতে লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে গৌরীপুর সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার মেজর সানজিদ ইমরান সাব্বির, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার ও ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, শুক্রবার রাতে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে অর্ধগলিত লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Geen reacties gevonden