close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ঈশ্বরগঞ্জে নারিকেল গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু..

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নারিকেল গাছ থেকে পড়ে ইয়াসিন আরাফাত (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনাটি ঘটেছে ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ইয়াসিন আরাফাত ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ও দত্তপাড়া এলাকার আবদুল মতিনের ছেলে। চার ভাই বোনের মধ্যে সে ছিল তৃতীয়।  

স্থানীয় সূত্রে জানা যায়, প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে নিজ বাড়ির পাশের একটি নারিকেল গাছ থেকে ডাব পাড়তে ওঠে আরাফাত। এসময় পা পিছলে পড়ে সে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরদিন শনিবার (১০ মে) দুপুর ২টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে ঈশ্বরগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয়।  ঘটনার খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।  

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, “পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator