close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ঈশ্বরগঞ্জে মসজিদ-মাদ্রাসার ১৪ লাখ টাকা অনুদান দিলেন বিএনপি নেতা মাজেদ..

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ১শ ৮৪টি মসজিদ ও মাদ্রাসায় ১৪ লাখ টাকা অনুদান দিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। শনিবার দুপুরে পৌর অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে এক অনুষ্ঠানে মসজিদ ও মাদ্রাসার ইমাম, খতীব এবং কমিটির সভাপতিদের হাতে এই অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

উক্ত মতবিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনির সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা খন্দকার আবুল ফজল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হক আযীযী, বৈরাটি গোরস্থান মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কালাম আজাদ, ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের খতীব মুফতি আহসান উল্লাহ কাসেমী এবং অন্যান্য ইমাম ও খতীবগণ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, শরিফ আহমেদ জায়েদী ও পৌর বিএনপির সদস্য সচিব নুরে আলম জিকু প্রমুখ।

অনুদান প্রসঙ্গে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, মসজিদ ও মাদ্রাসাগুলো আমাদের সমাজের স্তম্ভ। ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধ প্রসারে তাদের ভূমিকা অপরিহার্য। এই অনুদান তারই প্রতি আমাদের সামান্য শ্রদ্ধা ও সমর্থন। আমরা চাই, এই প্রতিষ্ঠানগুলো যেন আরও উন্নত পরিবেশে তাদের কাজ চালিয়ে যেতে পারে। উপস্থিত ধর্মীয় নেতৃবৃন্দ এবং আমার রাজনৈতিক সহযোদ্ধারা, মানুষের পাশে থাকা এবং তাদের প্রয়োজনে সাড়া দেওয়াই হচ্ছে আমাদের রাজনীতি। আমি এবং আমার দল জনগণের জন্য কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে এই সহযোগিতা সেই প্রতিশ্রুতিরই অংশ।

আপনারা জানেন, একটি স্বাধীন ও সমৃদ্ধ জাতি গঠনে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। আমরা যদি আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে না পারি, তাহলে সমাজকে এগিয়ে নেওয়া কঠিন হবে। এই অনুদান আমাদের বৃহত্তর রাজনৈতিক দর্শনের প্রতিফলন—যেখানে ধর্মীয় প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের কল্যাণকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিই।

তিনি আরো বলেন, আমি আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করি। আমরা একসঙ্গে কাজ করে ঈশ্বরগঞ্জকে আরও উন্নত করতে চাই। আপনাদের সকল সুখে-দুঃখে, ভালো-মন্দে আমি সবসময় আপনাদের পাশে থাকব।"

অনুষ্ঠানে উপস্থিত ইসলামিক নেতৃবৃন্দ লুৎফুল্লাহেল মাজেদ বাবুর এই উদ্যোগের প্রশংসা করে সমাজের উন্নয়নে ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের সহায়তা ধর্মীয় শিক্ষার প্রসারে সহায়ক হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।

Geen reacties gevonden