close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ঈশ্বরগঞ্জে ইজিবাইক সিএনজির সংঘর্ষে শিশুসহ আহত ৯

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাটারিচালিত একটি চলন্ত ইজিবাইকে সিএনজির ধাক্কায় ইজিবাইক ও সিএনজির ৯ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুত্বর। এসয়ম ইজিবাইক ও সিএনজির দুটি দুমড়ে মুচড়ে যায়।

আজ (২৪ আগস্ট) রবিবার বেলা দেড়টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ মাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

আহতরা হলেন-নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বড়ুনাকান্দা গ্রামের আব্দুল লতিফ (৬৫), আঠারবাড়ি ইউনিয়নের গাবর কালিয়ান গ্রামের শিশু জিসান (১০), গৌরিপুর উপজেলার পুম্বাইল গ্রামের সেলিম মিয়া (৩৩), একই উপজেলার পাচার বাজার এলাকার আল-আমিন (৪২), দুর্গাপুর উপজেলার ঝাউকান্দিয়া ইউনিয়নের বাধুয়া গ্রামের আসাদুজ্জামান (৫৮),  আব্দুল কাদির (৪৫), পূর্বধলা উপজেলার আবুল হাশেমের স্ত্রী নুর-জাহান (৫৫)। 

আহতদের মধ্যে আল-আমিন ও সেলিম মিয়ার অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও আহত আরও দুই যাত্রী ঈশ্বরগঞ্জ পৌর বাজারের একটি ফার্মেসী থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি যান। 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। 

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, দুর্ঘটনার খবরটি আমাদের তৎক্ষণাৎ কেউ অবগত করেনি। পরবর্তীতে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি