ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা শেষে বিক্ষোভ মিছিল ও নাশকতার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে মামলা দায়ের করে।
এসময় আশ্রবপুর গ্রামের মৃত আব্দুল ছমেদের ছেলে কামরুল হাসান (৩৫), মৃত মোমরুজ আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (৫৩), ও লোকমানের ছেলে নাঈম (১৯)কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজহার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট ঈশ্বরগঞ্জ ইউনিয়নের আশ্রবপুর গ্রামে কামরুল হাসানের মুদির দোকানের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতাসহ লাঠি শোঠা নিয়া মিছিল করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার এস আই ওয়াজেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে নাশকতাকারীরা দৌড়াইয়া পালিয়ে যায়। পরে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিলের ভিডিও ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমেরিকা প্রবাসী মাসুদ হাসান তুর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার অভিযোগে তাকেও এ মামলায় আসামি করা হয়েছে।
মামলার এজহারে আরো উল্লেখ করা হয় যে, আসামীরা বিক্ষোভ মিছিলে “শেখ হাসিনা আসছে রাজপথ কাপছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ১৫ আগস্টে ধানমন্ডি ৩২ নাম্বারে হামলা কেন? অবৈধ সরকার ইউনুছ জবাব চাই, জবাব চাই, ঈশ্বরগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি বলিয়া বর্তমান সরকারের সকল কার্যক্রমকে নিন্দা প্রকাশ করে এবং সরকারকে উৎখাতের হুমকী প্রদান করে এলাকায় জনমনে ভীতি সহ এলাকায় বিশৃঙ্খলা ও ত্রাস সৃষ্টি করে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্তের চেষ্টা চালায়।
এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় ২৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামা ৩০/৪০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইন মামলা হয়েছে। ঘটনায় জড়িত তিনজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।