ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে আজ বিকাল ৫টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এক প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। সমাবেশ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা এবং সঞ্চালনা করেন সদস্য কমরেড রাশেদ শাহরিয়ার। বক্তৃতা করেন নির্বাহী ফোরামের সদস্য কমরেড জয়দীপ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন ফোরামের সদস্য কমরেড সীমা দত্ত ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মানস নন্দী।
সমাবেশে কমরেড মাসুদ রানা বলেন,
“মার্কিন সাম্রাজ্যবাদ যেভাবে আন্তর্জাতিক নিয়ম ভেঙে ইরানের উপর হামলা চালিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। ইরাক, লিবিয়া, সিরিয়া—সবখানেই মার্কিন সাম্রাজ্যবাদ গণহত্যা চালিয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যায় তারা সক্রিয় সহযোগী। ইরানের সাহসী জনগণ যখন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে, তখন আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে।”
তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই আমেরিকার উদ্দেশ্য। আমরা অবিলম্বে এই হামলা বন্ধের দাবি জানাচ্ছি এবং বিশ্বের শান্তিকামী মানুষদের আহ্বান জানাচ্ছি—তারা যেন ঐক্যবদ্ধ হয়ে আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হন।”
সমাবেশে বক্তারা আরও বলেন, এই হামলা বিশ্ব শান্তি ও মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা অবিলম্বে মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরায়েলের আগ্রাসন বন্ধের আহ্বান জানান এবং আন্তর্জাতিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।