হাজার হাজার মানুষ রোস্টার হয়েও, তাদের স্বপ্নের দেশে পৌঁছাতে পারছেনা, অনেকের রোস্টার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কতৃপক্ষে এখনো কোন ফলপ্রসূ সিদ্ধান্ত নিতে পারনি। Bosel সব সময় ইপিএস কর্মীদের উপর দোষ..
হাজারো ইপিএস রোস্টর কর্মীদের কান্না কেউ কি শুনবে আজো। এই প্রশ্ন এখন সবার মুখে মুখে কিন্তু তাদের কথা শুনবে কে, সরকারি ভাবে কোনে সিদ্ধান্ত না নিলে এদের স্বপ্ন পূরণ হবেনা।