close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ইনকিলাবের কলারোয়া উপজেলা সংবাদদাতা এডভোকেট আব্দুল হামিদের ইন্তেকাল, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
কলারোয়া উপজেলা সংবাদদাতা এডভোকেট আব্দুল হামিদ (৬৫) ইন্তেকাল করেছেন। মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যবৃন্দ জ্ঞাপন ও সমবেদনা প্রকাশ করেছে।..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

দৈনিক ইনকিলাবের কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা এডভোকেট আব্দুল হামিদ (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।


শনিবার (২৪ মে '২৫) সকাল আটটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এরমধ্যে তিনি ভোরে হৃদরোগে আক্রান্ত হন। সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।


আব্দুল হামিদ দৈনিক ইনকিলাবে কলারোয়া উপজেলা সংবাদদাতা হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। একই সাথে একজন বিজ্ঞ আইনজীবী ছিলেন। তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন। মৃত্যুকালে এক মেয়ে, এক ছেলে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের রেখে গেছেন। শনিবার যোহর নামাজের পর গ্রামের বাড়ি কলারোয়ার সোনাবাড়িয়ায় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।


তার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

একইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাব এর সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক এম রফিক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এস কে কামরুল হাসান, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, কার্যনির্বাহী সদস্য আব্দুল গফুর সরদার, গোলাম সরোয়ার, মুহাঃ জিল্লুর রহমান, আক্তারুজ্জামান বাচ্চু, আমিরুজ্জামান বাবুসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

Keine Kommentare gefunden


News Card Generator