বুলাওয়ে টেস্টে ৩৩৪ বলে ৩৬৭ রানে অপরাজিত থাকার পর হঠাৎ করেই ইনিংস ঘোষণা করে দেন তিনি—যা টেস্ট ইতিহাসে এক অদ্ভুত এবং বিতর্কিত সিদ্ধান্ত হিসেবেই রয়ে যাবে।
চতুর্থ দিনের প্রথম সেশন শেষে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ৫ উইকেটে ৬২৬ রান। তখন ক্রিজে ছিলেন মাল্ডার (৩৬৭*) এবং কাইল ভেরেইনা (৪২*)। এমন অবস্থায় সবাই ধরেই নিয়েছিল, লাঞ্চের পর মাল্ডার চেষ্টা করবেন লারার ২১ বছর আগের গড়া ৪০০* রানের বিশ্বরেকর্ড টপকাতে। কিন্তু লাঞ্চের পর ব্যাটিংয়ে নামেইনি দক্ষিণ আফ্রিকা—বরং ঘোষণা করে দিয়েছে ইনিংস!
এই ঘোষণায় হতাশ হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। কারণ, লারার ৪০০* ছাড়িয়ে যাওয়ার মতো ফর্মে ছিলেন মাল্ডার। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই হয়তো গুরুত্ব দিয়েছেন তিনি।
তবে একটি রেকর্ড মাল্ডারের নামের পাশে যোগ হয়েছে ঠিকই। দেশের বাইরে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন তারই দখলে। আর সামগ্রিকভাবে টেস্ট ইতিহাসে এটি ৫ম সর্বোচ্চ ইনিংস।
টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের তালিকা:
১. ব্রায়ান লারা – ৪০০*
২. ম্যাথু হেইডেন – ৩৮০
৩. ব্রায়ান লারা – ৩৭৫
৪. মাহেলা জয়াবর্ধনে – ৩৭৪
৫. উইয়ান মাল্ডার – ৩৬৭*