close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ইংল্যান্ডে ইতিহাস গড়লেন গিল, ডাবল সেঞ্চুরিতে রেকর্ডের ফুলঝুরি..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
অধিনায়ক হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টেই দারুণভাবে নজর কাড়লেন শুভমান গিল। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজেই ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব পেয়েছেন তিনি..

প্রথম টেস্টে দল হারলেও বড় সেঞ্চুরি করে আলোচনায় ছিলেন। আর দ্বিতীয় টেস্টে তো আরও উজ্জ্বল – খেলেছেন দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি। এই ইনিংস গড়তে খেলেছেন ৩১১ বল। সঙ্গে গড়েছেন একাধিক রেকর্ড।

৯৩ বছরের টেস্ট ইতিহাসে ইংল্যান্ডের মাটিতে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরির নজির গড়লেন গিল। শুধু ভারত নয়, এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে 'সেনা' দেশগুলোর (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) মাটিতে ডাবল সেঞ্চুরি করলেন তিনি।

অধিনায়ক হিসেবে মাত্র দ্বিতীয় টেস্টেই ডাবল সেঞ্চুরির দেখা পেলেন গিল। ভারতের ইতিহাসে মাত্র ষষ্ঠ অধিনায়ক হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন। তার আগে এই তালিকায় আছেন মানসুর আলী খান পাতৌদি, সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি।

এছাড়া বয়সের নিরিখেও গিল জায়গা করে নিয়েছেন রেকর্ডবুকে। মাত্র ২৫ বছর ২৯৮ দিন বয়সে এই কীর্তি গড়েছেন তিনি। দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব এটি। তালিকার শীর্ষে রয়েছেন পাতৌদি, যিনি ১৯৬৪ সালে মাত্র ২৩ বছর ৩৯ দিন বয়সে করেছিলেন ডাবল সেঞ্চুরি।

এছাড়া দেশের বাইরে দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন গিল। এর আগে ২০১৬ সালে নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০ রান করেছিলেন বিরাট কোহলি।

সবশেষে আরেকটি বড় রেকর্ড—ইংল্যান্ডের মাটিতে ভারতের কোনো অধিনায়কের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন গিলের। পেছনে ফেলেছেন মোহাম্মদ আজহারউদ্দিনকে, যিনি ১৯৯০ সালে ওল্ড ট্রাফোর্ডে করেছিলেন ১৭৯ রান।

کوئی تبصرہ نہیں ملا