close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ইন্দুরকানীতে মোবাইলে কথা বলায় বকাঝকা, অভিমানে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা..

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মোবাইলে

কথা বলা নিয়ে বাবা-মায়ের বকাঝকার পর জান্নাতী আক্তার (১৬) নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতী ওই গ্রামের আবু তালেব হাওলাদারের মেয়ে। তিনি টগরা দারুল ইসলাম কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সকালে জান্নাতী মোবাইলে কারও সঙ্গে কথা বলছিলেন। এ সময় তার বাবা কথা বলা বন্ধ করতে বলেন এবং মা-বাবা দুজনেই তাকে ভর্ৎসনা করেন। কিছুক্ষণ পর অভিমান করে জান্নাতী নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অভিমানের কারণেই মেয়েটি আত্মহত্যা করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

Không có bình luận nào được tìm thấy


News Card Generator