চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামীর নেতা ইলিয়াস কোম্পানির নামাজে জানাজায় অংশ নিতে হাজারো মানুষের ঢল নামে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় আলমশাহপাড়া কামিল মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি–পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পুরো এলাকায় শোকের আবহ নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে অসংখ্য আত্মীয়–স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পরে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।