close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ইজিপিপি তালিকা থেকে নাম কর্তনের অভিযোগে সুন্দরগঞ্জে সংবাদ সম্মেলন..

Sudipto Shamim avatar   
Sudipto Shamim
****
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মসৃজন কর্মসূচির (ইজিপিপি) তালিকা থেকে শ্রমিকদের নাম বাদ দেওয়া এবং অর্থ বাণিজ্যের অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে) দুপুরে সুন্দরগঞ্জ পৌরশহরের একটি মিলনায়তনে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা ৫ নম্বর ওয়ার্ডের ১৭ জন শ্রমিক এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে শ্রমিকরা অভিযোগ করেন, ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান এবং স্থানীয় ইউপি সদস্যের যোগসাজশে অনিয়মতান্ত্রিকভাবে তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী শুধু মৃত ও ৬০ বছরের ঊর্ধ্ব শ্রমিকদের নাম বাদ দেওয়ার কথা থাকলেও, বাস্তবে তালিকা থেকে ১৯ জনের নাম কেটে নতুন ১৭ জনকে যুক্ত করা হয়েছে।

ভুক্তভোগীরা দাবি করেন, তাঁদের মধ্যে মাত্র দুইজন শ্রমিক ৬০ ঊর্ধ্ব। বাকিরা সক্রিয়ভাবে কর্মসূচির আওতায় নিয়মিত কাজ করছিলেন। কিন্তু জনপ্রতি ৫ হাজার টাকা ঘুষ না দেওয়ায় তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

তাঁরা বলেন, নতুন করে অন্তর্ভুক্ত শ্রমিকদের অনেকেই উৎকোচ দিয়েছেন, যা সম্পূর্ণ অনৈতিক ও দুর্নীতিপূর্ণ। এতে প্রকৃত উপকারভোগীরা কর্মহীন হয়ে পড়েছেন এবং পরিবার নিয়ে সংকটে পড়েছেন।

শ্রমিকদের দাবি, যাঁরা প্রকৃতভাবে মৃত কিংবা ৬০ বছরের ঊর্ধ্ব, কেবল তাঁদের নাম বাদ দেওয়া হোক। পাশাপাশি, যারা অন্যায়ভাবে নাম বাদ দিয়েছেন এবং অর্থ বাণিজ্যে জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাহিদ হাসান, মোফাজ্জল হক, মেনছের আলী, নুর নাহার, ফুলমিয়া, রশিদা বেগমসহ একাধিক শ্রমিক।

No se encontraron comentarios