ইজারা জটিলতা কাটিয়ে দিয়াবাড়ি গরু হাটে বেচাকেনা শুরু

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
****

 

দিয়াবাড়ি গরু হাটে ইজারা জটিলতা কাটিয়ে  বেচাকেনা শুরু 

শহিদুল ইসলাম খোকন: রাজধানীর উত্তরার সবচেয়ে বড় পশুর হাট হিসেবে পরিচিত দিয়াবাড়ির হাট। এই হাটের ইজারাদার চূড়ান্ত না হওয়ায় আগে-ভাগে গরু নিয়ে এসে বিপাকে পড়েছিল বেপারীরা। বিদ্যুৎ, ওয়াশরুম এবং থাকার জায়গার সংকটসহ বৃষ্টিতে নানা ভোগান্তির মধ্যে ছিল তারা।
বেপারীদের অভিযোগ ছিল, তারা এখানে আসার পর গরু, ওয়াশরুম ও নিজেদের থাকার জায়গা নিয়ে ভোগান্তি ছিল। বিদ্যুতের লাইন, শৌচাগারসহ কোনো সুযোগ-সুবিধাও ছিল না।
খোঁজ নিয়ে জানা গেছে, কাগজপত্র জটিলতার কারণে  ইজারাদার চূড়ান্ত ঘোষণা না হওয়ায় এসব ভোগান্তি হয়েছিল। 
অবশেষে ২৯ মে এস এ ব্রাদার্স  ১১ কোটি ৫১ লক্ষ ১৫ হাজার টাকায় দিয়াবাড়ি পশুর হাট ইজারা পায়। ইজারা পাওয়ার পর থেকেই শুরু হয়েছে সকল কার্যক্রম। রয়েছে শৌচাগার, পানি, বিদ্যুৎ,  গাড়ী পার্কিং, নিরাপত্তা, নিজস্ব স্বেচ্ছাসেবক, সিসিটিভি, প্রশাসনিক- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

২রা জুন সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, কানায় কানায় মাঠ পূর্ণ গরু দিয়ে। গরুর পাশাপাশি ভেরাও দেখা গেছে কয়েকটি। কেনাবেচা একটু কম হলেও আস্তে আস্তে বাড়বে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। কথা হয় চুয়াডাঙ্গা থেকে আসা এক গরু ব্যাবসায়ীর সাথে। তার নাম গহর বাদশা। সে ১৫ টি গরু নিয়ে এসেছে ২ টি গরু বিক্রি করেছে। 
নিলফামারীর থেকে আসা আরেক ব্যাবসায়ী তোতা মিয়া জানান, ৬ দিন হয় এখানে এসেছি। প্রথম একটু সমস্যা হলেও এখন ইজারাদার সবকিছুর ব্যবস্থা করায় ভালো আছি।
সিংগাইর থেকে আসা ব্যবসায়ী নূূর উদ্দিন বলেন, আমি ১৩ টি গরু এনেছি, সবগুলো বড় গরু। এবার বড় গরুর চাহিদা তুলনামূলক কম।
কামার পাড়ার নাজিমুদ্দিন নামে এক ক্রেতা জানান, অনেক্ক্ষণ বাজার ঘুরে ঘুরে দেখলাম, ছোট গরুর চাহিদা বেশি এবং তামও আমার কাছে বেশি মনে হচ্ছে।  
এস এ ব্রাদার্স এন্টারপ্রাইজের ইজারাদার- এসকে খোকন জানান, আমি ইজারা পাওয়ারপর যা যা প্রয়োজন সকল কিছুই স্বল্প সময়ে সম্পন্ন করেছি। এখন কোন কিছুর কমতি নেই। হাট পরিচালনার জন্য উত্তরা জোন দোকান মালিক সমিতির সভাপতি 
মোঃ হেলাল তালুকদারকে সভাপতি করে কমিটি গঠন করেছি। শতভাগ নিরাপত্তাসহ সকল প্রকার সেবা পাবেন। 
ছবি :ক্যাপশন: দিয়াবাড়ি গরুর হাট।

Keine Kommentare gefunden