close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ইয়েমেনের সানায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলি বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে। রবিবার (২৪ আগস্ট) ভোররাতে চালানো এই হামলায় অন্তত ৬ জন নিহত এবং আরও ৮৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হুতি-সমর্..

সংবাদমাধ্যমটির তথ্যমতে, হামলার লক্ষ্যবস্তু ছিল সানার একটি তেল স্থাপনাকেন্দ্র, একটি বিদ্যুৎকেন্দ্র এবং প্রেসিডেন্টের প্রাসাদ। ইসরায়েল দাবি করেছে, প্রাসাদটি ‘সামরিক ঘাঁটির অংশ’ হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, “হুতিদের পক্ষ থেকে ইসরায়েলের ওপর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে।”

এর আগে শুক্রবার হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে। তাদের ভাষ্য, গাজার ওপর চলমান অবরোধ ও হামলা বন্ধে চাপ সৃষ্টির অংশ হিসেবেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

হুতিদের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ইসরায়েলি বিমান প্রতিহত করতে সক্ষম হয়েছে। আল জাজিরার যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, হামলার পর সানার আকাশে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে।

No comments found