পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নওগাঁর বদলগাছী উপজেলা সদর বদলগাছী বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
রবিবার (৩০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলের নেতৃত্বে বদলগাছী ইউনিয়নের বদলগাছী ৫নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান কর্মসূচিতে যোগদান করেন
বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে অভিযানটি বদলগাছী পুরাতন ব্রীজ শুরু করে চাল হাটি, কলা হাটি, কাপরপট্টি চৌরাস্তা, বাসস্ট্যান্ড হয়ে উপজেলা মোড় পর্যন্ত এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলে।
অভিযান পরিচালনা শেষে ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন“,রমজান পবিত্রতার মাস।পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।
এই অভিযানের মাধ্যমে বাজারের সৌন্দর্য ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে কাজ করা হয়েছে। তবে শুধু একটি দিনের উদ্যোগ যথেষ্ট নয়, আমাদের সকলের দায়িত্ব বাজারের পরিবেশ সবসময় পরিচ্ছন্ন রাখা।
ব্যবসায়ীরা যদি নিয়মিতভাবে নিজেদের দোকানের সামনের অংশ পরিষ্কার রাখেন এবং বর্জ্য নির্ধারিত স্থানে ফেলেন, তাহলে বাজারের সৌন্দর্য ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।