close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ঈদ-উল-আযহা উপলক্ষে ভালুকাবাসীকে ইউএনও’র শুভেচ্ছা: “মানবিক দায়িত্ব পালনেই ঈদের প্রকৃত আনন্দ”..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “প্রিয় সম্মানিত ভালুকাবাসী, আসসালামু আলাইকুম। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভালুকা উপজেলার সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান আবদুল্লাহ আল মাহমুদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “প্রিয় সম্মানিত ভালুকাবাসী, আসসালামু আলাইকুম। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আল্লাহ তায়ালা যেন আপনাদের প্রতিটি দিন সুখময়, নিরাপদ ও কল্যাণকর করে রাখেন। প্রত্যেকেই থাকুন সৃষ্টিকর্তার নিরাপত্তার চাদরে-এই শুভদিনে এমনটাই কামনা করি।”

তিনি বলেন, “ঈদ-উল-আযহার মূল শিক্ষা হচ্ছে আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবিকতা। তাই ঈদের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নেওয়ার পাশাপাশি আমাদের উচিত সমাজের অপেক্ষাকৃত কম সামর্থবান মানুষের প্রতিও দায়িত্বশীল হওয়া। কেউ যেন এই আনন্দের দিনে বঞ্চিত না থাকে। তার সন্তানটির মুখেও যেন এই বিশেষ দিনটিতে আমার সন্তানের মতোই একটু ভালো খাবার থাকে, পরনে থাকে একটু ভালো কাপড়-এই দায়িত্ব শুধু কারো একার নয়, এটি আমার, আপনার, আমাদের সকলের।”

ইউএনও আরও বলেন, “একটি মানবিক, সম্প্রীতিপূর্ণ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আমাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কোরবানির চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা যদি সহমর্মিতার হাত বাড়িয়ে দিই, তবে এই ঈদ হয়ে উঠবে সবার জন্য সত্যিকারের আনন্দের দিন।”

ইউএনও হাসান আবদুল্লাহ আল মাহমুদ তাঁর বার্তায় সকলের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও মঙ্গল কামনা করেন এবং বলেন, “ভালুকা উপজেলার প্রতিটি মানুষ যেন ঈদের এই পবিত্র দিনটি আনন্দ, নিরাপত্তা ও শান্তির মধ্যে কাটাতে পারেন, এটাই আমার একান্ত প্রত্যাশা।” সকলকে ঈদ মোবারক।

Walang nakitang komento