close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে মোর্শেদ আলম: ধীতপুর ইউনিয়ন ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের অংশগ্রহণ..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলার ৪নং ধীতপুর ইউনিয়নে বিএনপি আয়োজিত ঈদ-পরবর্তী গণসংযোগ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২০ জুন) ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ শেষে ধলিয়া বাজার, রানদিয়া বাজার ও শান্তিগঞ্জ এলাকায় ধারাবাহিকভাবে এ কর্মসূচি পালিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম।

সমাবেশে সভাপতিত্ব করেন ৪নং ধীতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ভালুকা উপজেলা বিএনপির সদস্য মীর তোফাজ্জল হোসেন জজ মিয়া।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন রুহুল।


আরোও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি ও ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভালুকা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন

গণসংযোগ কর্মসূচিতে ধীতপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যেমন যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদলের নেতৃবৃন্দ সক্রিয় অংশগ্রহণ করেন। স্থানীয় এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এই ঈদ-পরবর্তী গণসংযোগ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে নেতাকর্মীদের অভিমত।

Nenhum comentário encontrado