close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ঈদ ছুটিতেও তালা উপজেলার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন সেবা প্রদান..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
তালা উপজেলার স্বাস্থ্যকেন্দ্রগুলো ঈদ ছুটিতেও নিরবচ্ছিন্ন সেবা প্রদান করে প্রশংসা অর্জন করেছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:


ঈদ-উল-আজহায় সারাদেশে সরকারী বেসরকারী অফিস এবং সেবামূলক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান একটানা ১০ দিন ছুটি থাকলেও তালা উপজেলার ৯টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলো বিরামহীন সেবা প্রদান করেছে। সেবাপ্রদানকারীরা শুধুমাত্র ঈদের দিন ছুটি ভোগ করেছে।বিরামহীন সেবা প্রদান করায় উপজেলার প্রত্যন্ত এলাকার সেবা গ্রহীতাদের প্রশংসায় ভাসছে স্বাস্থ্য কেন্দ্রগুলোর দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীরা। 


জানা গেছে, ঈদ-উল আজহার দীর্ঘ ১০ দিনের ছুটির কবলে পড়ে দেশের বিভিন্ন সরকারি, বেসরকারী এবং সেবামূলক প্রতিষ্ঠান ১০ দিন ছুটির কবলে পড়ে। কিন্তু তৃণমূল পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা এবং মা ও শিশু স্বাস্থ্যের উপর দীর্ঘ ছুটির কোন প্রভাব যেন না পড়ে সে দিকে লক্ষ্য রেখে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এবং খুলনা বিভাগীয় পরিচালকের পক্ষ থেকে ছুটিকালীন পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।নির্দেশনা মোতাবেক ঈদ-উল-আযহার দীর্ঘ ছুটির মধ্যেও সাতক্ষীরার তালা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অধীনস্থ ইউনিয়ন পর্যায়ে অবস্থিত ৯টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদান করা হয়।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সুত্রে জানা যায়, ঈদের ছুটি চলাকালীন উপজেলার প্রত্যন্ত এলাকার বিভিন্ন সেবা কেন্দ্রে নরমাল ডেলিভারি সেবা প্রদান করা হয় ৫ জনকে। এছাড়া ১২৭ জন গর্ভবতী,১৫ জন প্রসবোত্তর মহিলা , ১২৭ জন শিশু স্বাস্থ্য,১০ জনকে ইনজেকশন ,খাবার বড়ি আপন ২ জন, আইইউডি সেবা ৩ জন এবং ৪১৪ জন সাধারণ রোগীর সেবা প্রদান করা হয়।


ঈদের ছুটির মধ্যেগত বুধবার সরেজমিনে তালার ধানদিয়া পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য শফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক ইমামুল ইসলাম, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বীথিকা পাল, পরিবার কল্যাণ পরিদর্শক ফতেমা জোহরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী এবং সেবা গ্রহীতারা। 


এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অব্যাহত সেবা প্রদান করায় স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন এলাকার স্বাস্থ্য সেবা প্রত্যাশীরা ছুটির মধ্যেও সেবা পেয়ে খুশী হয়েছে। সব সময় সেবার মানষিকতা নিয়ে কাজ করার আহবান জানিয়ে তিনি আরো বলেন প্রত্যন্ত এলাকায় আমরা যেন সেবার মানষিকতা নিয়ে সব সময় এভাবে কাজ করতে পারি।


এ ব্যাপারে ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ধানদিয়া পরিবার কল্যাণ কেন্দ্রের সেবার মান অত্যন্ত ভাল। যার কারণে ইউনিয়ন পরিষদের সরকারী বাজেট হতে এ কেন্দ্রের স্বাস্থ্য সেবা গ্রহীতাদের যাতায়াতের সুবিধার জন্য দুইশ ফুট দৈর্ঘের পাকা রাস্তা নির্মাণ করে দিয়েছি এবং নিজে সব সময় খোঁজ খবর নিয়ে পরামর্শ করি।

没有找到评论