close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ইবিতে প্রকল্প বাস্তবায়ন কমিটির ১১তম সভা অনুষ্ঠিত

মোঃ সম্রাট আলী avatar   
মোঃ সম্রাট আলী
****

 



কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটির ১১তম সভা গতকাল শনিবার (২৬ এপ্রিল) ভিসি বাংলোর কনফারেন্স রুমে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহথর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

 

 সকাল সাড়ে ১১ টায় শুরু এ সভায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এ.কে.এম শরীফ উদ্দীন, প্রকল্প পরিচালক ড. মোঃ নওয়াব আলী এবং  বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক প্রকৌশলী মোশারফ হোসেন উপস্থিত ছিলেন। 

 

এছাড়াও ভার্চুয়ালি যুক্ত থেকে সভায় অংশ নেন শিক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও কমিশন এবং আইএমইডি-এর প্রতিনিধিগণ। তাঁরা প্রকল্প সুষ্ঠু ও সুন্দরভাবে সমাপ্তির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। তাঁরা বলেন, কাজের গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। শিক্ষার্থীদের আবাসিক সংকট এবং একাডেমিক জায়গার অপ্রতুলতার কথা বিবেচনা করে পাঁচটি ছাত্র হল এবং একাডেমিক ও প্রশাসনিক ভবনের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ  করার জন্য সরকারের পক্ষ থেকে তাগিদ দেওয়া হয়। 

 

এরপর ইউজিসির প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে প্রকল্পের বিভিন্ন সাইট সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধিগণ প্রকল্পের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

 

উল্লেখ্য যে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (তৃতীয় পর্যায়)-১ম সংশোধিত শীর্ষক ৫৩৭ কোটি ৭ লক্ষ টাকার প্রকল্পের ৬৫ ভাগ কাজ ইতোমধ্যেই সমাপ্ত হয়েছে।

Комментариев нет