মাহফুজুল হক পিয়াস, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের কর্মীকে নিজেদের কর্মী দাবি করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। তিনি ইবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। গতকাল সামাজিক মাধ্যমে পোস্ট করলে বিষয়টি ভাইরাল হয়েছে। জানা গেছে ওই ছাত্রদল কর্মী হলেন তানভীর আহমেদ সতেজ।
পোস্টে ছাত্রলীগ নেতা শাহীন আলম উল্লেখ করেন- "এই ছেলের নাম সতেজ। সে ছাত্রলীগের লুঙ্গির নিচ থেকে বের হয়েছে। ছ্যাছড়ামির কয়টা ইস্কিন শর্ট এবং ডিটেইলস দিলাম। ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি হবার পর ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে আসতো এবং বিভিন্ন রেফারেন্স নিয়ে আসতো হলে উঠার জন্য। ছাত্রলীগের হল নেতাদের সাথে ১৬ডিসেম্বর খাবারের টোকেন নেওয়া এবং ঈদ বোনাসের জন্য বারেবারে কল দিতো কিন্তু গতকাল দেখলাম সে ছাত্রদলের সাথে মিশে গেছে।"
এছাড়াও পোস্টে দুইটি ছবি যুক্ত করেন। ছাত্রলীগের সাবেক ঐ নেতা। সেখানে ঝিনাইদহ জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও ইবি ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেনের সঙ্গে দেখা যায় অভিযুক্ত ঐ ছাত্রদল কর্মীকে।
ছাত্রদলে সংযুক্তির বিষয়ে জানতে চাইলে ইবি ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, "তানভীর আহমেদ সতেজ ছাত্রলীগ করতো কিনা-তা আমি জানতাম না। কিন্তু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে যুক্ত ছিল। পরবর্তীতে ওর সাথে আমার পরিচয় হয়। যখন সে বলল যে, ভাই আমি দল করব। 'আমি বললাম ঠিক আছে আসবা সমস্যা নাই। সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমও তো একসময় ছাত্রলীগ করতো।"
অভিযোগের বিষয়ে জানতে তানভীর আহমেদ সতেজকে কল করা হলে—“দশ সেকেন্ড কথা বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার কল করা হলেও সাড়া পাওয়া যায়নি।”