close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ইবির খালেদা জিয়া হলে রিডিং রুম উদ্বোধন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত..

Mahfujul Haque Piyas avatar   
Mahfujul Haque Piyas
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলে রিডিং রুম উদ্বোধন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।..

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলে রিডিং রুম উদ্বোধন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার রাত ০৮টায় হলের কনফারেন্স রুমে এটি শুরু হয়। পরে সংক্ষিপ্ত আলোচনাসভা, পুরস্কার বিতরণ, রিডিং রুম উদ্বোধন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাত ১২টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলাম অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান,  ইবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, এবং প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জালাল উদ্দিন। যৌথ উপস্থাপনা করেন- তাসলিমা আরেফিন অথি ও লুবাবা ঐশী।

সংক্ষিপ্ত আলোচনা শেষে গান, আবৃত্তি, বিতর্ক ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এতে গানের বিজয়ীরা হলেন- শাম্মী আক্তার, সাদিয়া সাথি তন্বী, মানসী মায়; কবিতা আবৃত্তির বিজয়ী- মুমতাহিনা রিনি, জাকিয়া, রুবাইয়া; এককভাবে প্রথম রোহেনা আক্তার ও দ্বিতীয় শারমিন আক্তার, দলীয়ভাবে রুনা লায়লা ও তার দল; রচনা প্রতিযোগিতার বিজয়ীরা হলেন- বনি খাতুন মেরী ও তাসলিমা আরেফিন অথি। রম্য বিতর্ক প্রতিযোগিতার পুরস্কৃতরা হলেন- বিথী খাতুন, কাজী আসমিয়া আদি, মারজাহান আক্তার তানিয়া, সুমাইয়া খাতুন, নুসরাত জাহান, ইসমা খাতুন, আতকিয়া আঞ্জুম, রুমা আক্তার রিয়া। পরে শিবিরের আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় খালেদা জিয়া হলের বিতর্ক টিমের অর্জিত ট্রফি উপাচার্যের মাধ্যমে হল প্রাধ্যক্ষের কাছে হস্তান্তর করে ছাত্রীরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন- "কঠোর চেষ্টার কোনো বিকল্প নেই। মেধা থমকে যায় অলসতার কারণে, আর মধ্যম অবস্থা থেকে এগিয়ে যায় পরিশ্রমের কারণে।জীবনে, ব্যবসায়, রাজনীতিতে বা শিক্ষায় তারাই এগিয়ে গিয়েছে যারা তাদের শ্রম দিয়ে নিজের কাজগুলোকে হাতে তুলে নিয়ে লক্ষ্যের প্রতি অত্যন্ত নিবেদিতপ্রাণ। তাই প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে তারপর লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। সেজন্য অধ্যবসায়, পরিশ্রম ও ধৈর্য প্রয়োজন। কঠোর পরিশ্রম, লক্ষ্য নির্ধারণ, এবং অধ্যবসায় এ তিনটির সংমিশ্রণ প্রয়োজন। ভাগ্যের উপরে নির্ভর করে বসে থাকা কোনো যোগ্য মানুষের কাজ নয়। যেমন জুলাই বিপ্লবে তোমাদের যে কমিটমেন্ট- সততা, দৃঢ়তা, রাত-দিনের পরিশ্রম পতন ঘটিয়েছে স্বৈরাচারের। আর তুমি যদি ব্যক্তি জীবনে উন্নয়ন চাও, তবে ইউ হ্যাভ টু বি ফুল অফ স্ট্রাগল।

বাংলাদেশে যারা কন্ট্রিবিউট করতে চাও নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলো। যোগ্যতায় কোনো জেন্ডার মানে না। তুমি যখন যোগ্য হবে, তখন সেখানে কোন জেন্ডারড কোয়েশ্চেন উইল নেভার কাম। এইজন্যে যোগ্যতা অর্জন করো। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আদর্শ-উদ্দেশ্যকে হৃদয়ে ধারণ করো। তোমরা যেই যে ধর্মের হও, ধর্মের বাণী চমৎকার, জীবনের জন্যে আদর্শ স্বরূপ। তোমরা সেই আদর্শের বাণীকে হৃদয়ে ধারণ করো।”

لم يتم العثور على تعليقات


News Card Generator