close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ইবির ইইই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত..

Mahfujul Haque Piyas avatar   
Mahfujul Haque Piyas
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৪ জুন..

মাহফুজুল হক পিয়াস, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলানাতয়নে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভাগটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগটির অধ্যাপক ও অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক ড. শাহজাহান আলী। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, বিভাগটির অধ্যাপক ড. মমতাজুল ইসলাম ও ড. মাহবুবর রহমানসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুরুতে অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। ক্রেস্ট প্রদান শেষে তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিভাগের শিক্ষার্থীদের সংগীত পরিবেশনা, বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও পরে বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, " ইইই বিজ্ঞানের অন্যতম শীর্ষস্থানীয় একটি সাবজেক্ট। এতে কোনো সন্দেহ নেই। তাই আমি আপনাদের সকলের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, যারা প্রথমে ইইই পড়ার জন্য এটিকে বেছে নিয়েছেন। আমি একটি তালিকা মিলিয়ে দেখেছি, বিশ্বের প্রথম সারির প্রায় সব বিশ্ববিদ্যালয়গুলো এই বিভাগটিতে পড়ার সুযোগ দেয়। এমআইটি (MIT) থেকে শুরু করে শীর্ষস্থানীয় ৫০টি বিশ্ববিদ্যালয়ের সবগুলোই বিজ্ঞানের বিভিন্ন অনুষদের অধীনে এই কোর্সটি অফার করে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অনুষদে। সুতরাং, আপনাদের এই সাবজেক্টটির গুরুত্ব অনেক বেশি। আপনারা আরো জানেন যে ইইই স্নাতকদের জন্য চাকরির বাজার বেশ শক্তিশালী। এবং এই ক্ষেত্রে বিশেষজ্ঞদের চাহিদা বাড়ার সাথে সাথে নিয়মিত এই সাবজেক্টের ভ্যালু বৃদ্ধি আশা করা যায়। তাই, আপনারা সকলেই নিজেদের স্কিল ডেভেলপমেন্টের দিকে গুরুত্ব দিবেন।"

لم يتم العثور على تعليقات