close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার দুই

Ranajit Barman avatar   
Ranajit Barman
থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৮০ গ্রাম গাঁজা সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।..

শ্যামনগরে ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার দুই

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৮০ গ্রাম গাঁজা সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার(৩ জুন) রাতে উপজেলার দক্ষিণ পশ্চিম আটুলিয়া এলাকার চুনার ব্রীজের উপর থেকে ইয়াবা ও গাঁজা সহ দুইজনকে গ্রেফতার করা হয়।

শ্যামনগর থানা পুলিশ সুত্রে প্রকাশ, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় হলেন উপজেলার উত্তর গুমানতলী গ্রামের মোঃ আবুল বাসার গাজীর ছেলে মোঃ ইব্রাহিম (২৮) ও আটুলিয়া গ্রামের আব্দুল মাজেদ সরদারের ছেলে মোঃ আব্দুর রহিম(৩০)।

গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এস আই মোঃ কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযানে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৮০ গ্রাম গাঁজা সহ উক্ত দুইজনকে দক্ষিণ পশ্চিম আটুলিয়া এলাকার চুনার ব্রীজের উপর থেকে গ্রেফতার করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শ্যামনগর থানার মামলা নং-০৪/১৫৯। তিনি আরও বলেন গ্রেফতারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ছবি- শ্যামনগর থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতারকৃত দুই ব্যক্তি।



 

Комментариев нет