close

লাইক দিন পয়েন্ট জিতুন!

হত্যা ও নির্বাচন মামলায় আনিসুল ও হেলালুদ্দীন আহমেদকে গ্রেফতার দেখানোর আদেশ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জুলাই আন্দোলনের সময় ঘটে যাওয়া পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে এবং শেরেবাংলা নগর থানায় বিএনপির, জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগ মামলায় নির্বাচন কমিশনের সাবেক সচিব হেল..

সোমবার (১৮ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মো. মনিরুল ইসলাম এ আদেশ দেন। মামলার সূত্রে জানা যায়, আনিসুল হককে গ্রেফতার দেখানোর আবেদন করেন লালবাগ থানার এসআই আবুল ফারেজ জুয়েল, যিনি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে হেলালুদ্দীন 
আহমেদকে গ্রেফতার দেখানোর আবেদন করেন পিবিআই পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান, যিনি নির্বাচন সংক্রান্ত মামলার তদন্ত করছেন।

আসামিদের উপস্থিতিতে শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

No comments found