পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি ।
নাভাস মালয়ালাম ছবি প্রকামবনম-এর শুটিং করতে চোট্টানিক্কারার একটি হোটেলে উঠেছিলেন। শুক্রবার সন্ধ্যায় চেক আউট করার কথা ছিল তার। কিন্তু নির্ধারিত সময়ে রিসেপশনে না আসায় শুটিং ইউনিট ও হোটেল কর্মীরা তার কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় পান। পরে তারা পুলিশে খবর দেন।
পুলিশ জানিয়েছে, হোটেল কক্ষে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এ ঘটনায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত নেই বলে প্রাথমিকভাবে মনে করছে তারা। মুখ্যমন্ত্রী 'পিনারাই বিজয়ন নাভাসের' মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
নাভাস মিমিক্রি ও অনুকরণে পারদর্শী ছিলেন। অভিনয়ের পাশাপাশি প্লেব্যাক গায়ক হিসেবেও কাজ করেছেন তিনি। ১৯৯৫ সালে চৈথন্যম সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক করেন তিনি। কৌতুক অভিনেতা হিসেবে তার বিশেষ পরিচিতি ছিল।