close

লাইক দিন পয়েন্ট জিতুন!

হোটেল কক্ষ থেকে উদ্ধার দক্ষিণী অভিনেতার ম'রদেহ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মালয়ালাম চলচ্চিত্রের অভিনেতা ও মিমিক্রি শিল্পী 'কালাভাবন নাভাস' মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় কেরালার কোচির একটি হোটেল কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে..

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি । 

নাভাস মালয়ালাম ছবি প্রকামবনম-এর শুটিং করতে চোট্টানিক্কারার একটি হোটেলে উঠেছিলেন। শুক্রবার সন্ধ্যায় চেক আউট করার কথা ছিল তার। কিন্তু নির্ধারিত সময়ে  রিসেপশনে না আসায় শুটিং ইউনিট ও হোটেল কর্মীরা তার কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় পান। পরে তারা পুলিশে খবর দেন।

পুলিশ জানিয়েছে, হোটেল কক্ষে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এ ঘটনায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত নেই বলে  প্রাথমিকভাবে মনে করছে তারা। মুখ্যমন্ত্রী 'পিনারাই বিজয়ন নাভাসের' মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নাভাস মিমিক্রি ও অনুকরণে পারদর্শী ছিলেন। অভিনয়ের পাশাপাশি  প্লেব্যাক গায়ক হিসেবেও কাজ করেছেন তিনি। ১৯৯৫ সালে চৈথন্যম সিনেমার মাধ্যমে  রুপালি পর্দায় অভিষেক করেন তিনি। কৌতুক অভিনেতা হিসেবে তার বিশেষ পরিচিতি ছিল।

No comments found