close

লাইক দিন পয়েন্ট জিতুন!

 হোসেনপুরে দেশের ২য় বৃহত্তম অষ্টমী স্নানোৎসবের সকল প্রস্তুতি সম্পূর্ণ..

khairulislamfakir avatar   
khairulislamfakir
হোসেনপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধি

 

 কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে শনিবার  (৫ এপ্রিল) দেশের ২য় বৃহত্তম অষ্টমী
স্নানোৎসব অনুষ্ঠিত হবে। এটি লাঙ্গলবন্দ এর পর দেশের ২য় বৃহত্তম স্নানোৎসব। এখানে লক্ষাধিক লোকের সমাগম হয়। হোসেনপুর-গফরগাঁও উপজেলার সীমান্ত দিয়ে প্রবাহিত পুরাতন ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের এ অষ্টমী স্নানোৎসব অনুষ্টিত হবে। হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও)  কাজী নাহিদ ইভা ও অফিসার ইনচার্জ মো: মারুফ হোসেন অষ্টমী স্নান ঘাট, কুলেশ্বরী দেবালয়, নরসিংহ জিউর আখড়া সহ সকল মন্দির পরিদর্শন করে এবারের স্নান উৎসবের কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুজা উদযাপন কমিটির সভাপতি অমল চন্দ্র দেব ও সাধারন সম্পাদক সাংবাদিক উজ্জল কুমার সরকার জানান, এবার আরও বেশী পুর্ণার্থীর সমাগম হবে বলে ধারনা করছেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator