হোল্ডস্টকের সিদ্ধান্তে প্রকাশ্য ক্ষোভ, শাস্তির মুখে ড্যারেন স্যামি..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজটাউন টেস্টে টিভি আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টকের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করায় শাস্তি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন স্যামি..

তাঁকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। সঙ্গে তাঁর নামের পাশে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।

বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে গত বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে মুখ খুলেছিলেন স্যামি। এমনকি ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের সঙ্গে দেখা করে হোল্ডস্টকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়েও ব্যাখ্যা চান তিনি। তার এমন মন্তব্য আইসিসির আচরণবিধির ২.৭ ধারা লঙ্ঘনের শামিল বলে গণ্য করা হয়, যেখানে স্পষ্টভাবে ম্যাচ, খেলোয়াড় কিংবা ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা নিষিদ্ধ।

স্যামির দাবি, ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজে হোল্ডস্টকের আম্পায়ারিং নিয়েও তাঁর মনে সন্দেহ তৈরি হয়েছিল। সেই সিরিজের দুই ম্যাচে হোল্ডস্টক টিভি আম্পায়ার এবং একটিতে মাঠের আম্পায়ার ছিলেন।

ব্রিজটাউন টেস্টের দ্বিতীয় দিনের দুটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ জানান স্যামি। একটি ছিল অধিনায়ক রোস্টন চেজের এলবিডব্লু আউট, অপরটি শাই হোপের ক্যাচ। স্যামির দলের দাবি, চেজের ব্যাটে বল লেগেছিল, কিন্তু টিভি আম্পায়ার হোল্ডস্টক বলেছিলেন বল ও ব্যাটের মাঝে স্পষ্ট দূরত্ব ছিল এবং আলট্রাএজে বড় কোনো স্পাইক ধরা পড়েনি। তবে চেজ ও তার সতীর্থদের দাবি, সেখানে স্পাইক ছিল, যা ব্যাটে লাগার ইঙ্গিত দেয়।

অন্যদিকে, হোপের আউট নিয়েও বিতর্ক দেখা দেয়। বো ওয়েবস্টারের বল ব্যাটে লেগে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে গেলে তিনি মাটিতে পড়ে যান। ভিডিওতে দেখা যায় বলটি ঘাসে লেগেছে কি না, তা স্পষ্ট নয়, কিন্তু আম্পায়ার হোল্ডস্টক আবারো অস্ট্রেলিয়ার পক্ষেই সিদ্ধান্ত দেন।

৪১ বছর বয়সী স্যামি এ বিষয়ে বলেন, “একই আম্পায়ার ঘিরে একই ধরনের সিদ্ধান্ত বারবার আমাদের বিপক্ষে যাচ্ছে। এটা হতাশাজনক। আপনি কোনো ম্যাচ এমন সন্দেহ নিয়ে খেলতে চাইবেন না।” তবে অভিযোগ ও শাস্তির বিষয়টি মেনে নিয়েছেন তিনি, ফলে শুনানির প্রয়োজন হয়নি।

অধিনায়ক রোস্টন চেজও ম্যাচ শেষে প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন, যদিও তাঁর বিরুদ্ধে এখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি আইসিসি।

অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পরবর্তী দুই টেস্টেও অ্যাড্রিয়ান হোল্ডস্টককে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে।

Geen reacties gevonden