শেষ ম্যাচেও টস ভাগ্য সহায় হয়েছে লিটনের। আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে বড় পরিবর্তন। দ্বিতীয় ম্যাচের দল থেকে পাঁচটি পরিবর্তন এনে কিছু নতুন মুখকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। মূলত সিরিজ নিশ্চিত হওয়ার পর, দলে রোটেশন এবং বেঞ্চ শক্তি পরখ করতেই এমন সিদ্ধান্ত। অন্যদিকে, পাকিস্তানও কিছু পরিবর্তন এনেছে একাদশে। সালমান আলি আগার নেতৃত্বে এই তরুণ দলটি অন্তত শেষ ম্যাচে সম্মান রক্ষার লড়াইয়ে নামবে।
বাংলাদেশ— লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।
পাকিস্তান— সাইম আইয়ুব, শাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, সালমান আলী আঘা, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, আহমেদ দানিয়াল ও সালমান মির্জা।