close

লাইক দিন পয়েন্ট জিতুন!

হলহলিয়া নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

Jiten Das avatar   
Jiten Das
কুড়িগ্রামের রৌমারীতে হলহলিয়া নদী ভাসমান অবস্থায় এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।..

এর আগে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলা দাঁতভাঙ্গা ইউনিয়নের ইটালুকান্দা গ্রামে হলহলিয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

শনিবার সকালে ঘটনাটি নিশ্চিত করে রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ইটালুকান্দা গ্রামের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫২-২১-এসটি থেকে ৩০০ গজ বাংলাদেশের ভেতরে হলহলিয়া নদীর পশ্চিম কিনারায় পানিতে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার থানা আনা হয়। তার আনুমানিক বয়স ৩৫।

ওসি লুৎফর রহমান আরও জানান, অজ্ঞাত লাশটির পরনে ব্লাউজ ছিল। বাকি শরীরে কোনো কাপড় ছিল না। এখন পর্যন্ত তার পরিচয় সনাক্ত করা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, ভারতীয় কোনো নারীর লাশ ভাসতে ভাসতে বাংলাদেশের ভেতরে এসেছে। পরে শনিবার সকালে লাশটি ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়।

Nenhum comentário encontrado