আসন্ন হল সংসদ নির্বাচনে হাজী মুহম্মদ মুহসীন হলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আহমেদ হোসেন জনি। তার স্লোগান: “পরিবর্তনে অংশ নিন, ২ নং ব্যালটে ভোট দিন।”
নির্বাচিত হলে জনি দখলমুক্ত ও সবার জন্য নিরাপদ হল গড়ে তোলার অঙ্গীকার করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এক শিক্ষার্থী এক সিট নীতি বাস্তবায়ন, ন্যায্যমূল্যে মানসম্মত খাবার সরবরাহ এবং সুষ্ঠু পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে। পাশাপাশি তিনি হলে মশা ও ছারপোকার উপদ্রব দূর করা, মননশীল সাহিত্য ও দেশীয় সংস্কৃতির বিকাশে উদ্যোগ নেওয়া এবং নতুন ভবন নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা তুলে ধরেছেন।
তার কর্মপরিকল্পনায় আরও রয়েছে আধুনিক রিডিং রুম ও একটি কম্পিউটার ল্যাব স্থাপন, লিফট সমস্যার স্থায়ী সমাধান এবং হলের সার্বিক সেবার মান উন্নয়ন। জনি বলেন, “শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও স্বার্থ রক্ষার জন্য আমি কাজ করতে চাই। এজন্য সবার দোয়া, পরামর্শ, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”
বিশ্লেষকদের মতে, জনির স্বতন্ত্র প্রার্থিতা হলে ছাত্ররাজনীতিতে নতুন ধারার অংশগ্রহণের সুযোগ তৈরি করছে এবং শিক্ষার্থীদের মৌলিক চাহিদাকে সামনে নিয়ে আসছে।