close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

হযরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান: বরকত উল্লাহ বুলু..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
In Laksham, BNP leader Barkat Ullah Bulu said that after Hazrat Omar, the most honest, capable, and patriotic leader in the Muslim world was Shaheed President Ziaur Rahman, who governed the nation wit..

কুমিল্লার লাকসামে বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু বলেছেন, মুসলিম বিশ্বে হযরত ওমরের পর সৎ, যোগ্য ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বুকে কোরআন নিয়ে দেশ পরিচালনা করেছিলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, মুসলিম বিশ্বে হযরত ওমরের পর যে কোনো রাষ্ট্রনায়ক সৎ, যোগ্য, দেশপ্রেমিক ও নৈতিকতার প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছেন, তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাঁর নেতৃত্ব, সততা এবং দেশপ্রেম ছিল অনন্য, যা আজকের রাজনীতিতে বিরল হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে কুমিল্লার লাকসাম পৌর অডিটোরিয়ামে লাকসাম, মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরকত উল্লাহ বুলু। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা লক্ষ্য করবেন, রাষ্ট্র পরিচালনার সময় জিয়াউর রহমানের গলায় একটি ছোট্ট কবজ (তাবিজ) ঝুলত। কিন্তু এটি কোনো সাধারণ তাবিজ ছিল না। এটি ছিল রুপার চেইনে বাঁধানো একখণ্ড কোরআন শরিফ, যেখানে ৩০ পারা কোরআন সংরক্ষিত ছিল। তিনি সেই কোরআন বুকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। তার প্রতিটি সিদ্ধান্ত ও কাজের মধ্যে ধর্মীয় মূল্যবোধ এবং ন্যায়নীতির প্রতিফলন ঘটত।”

তিনি আরও বলেন, যারা এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাদের এ দেশে ভোট চাওয়ার অধিকার নেই। এমনকি নির্বাচন করার অধিকারও নেই। বরকত উল্লাহ বুলুর মতে, “নির্বাচিত সরকার ছাড়া কোনো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকে থাকতে পারে না। আজকের নানা আইনশৃঙ্খলা সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার একমাত্র উপায় হচ্ছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। নির্বাচিত সরকার ছাড়া এই দেশের কোনো সমাধান সম্ভব নয়।”

বিএনপির এই শীর্ষ নেতা দাবি করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল ছিল দেশের অর্থনৈতিক উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের উজ্জ্বল দৃষ্টান্ত। তার সততা, দেশপ্রেম ও মানুষের কল্যাণে নিবেদিত মনোভাব আজও বিএনপির জন্য প্রেরণার উৎস।

সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে নেতাকর্মীরা একমত পোষণ করেন যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও নীতি অনুসরণ করেই দেশের ভবিষ্যৎ রাজনীতি পরিচালনা করা হবে।

No comments found