close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

হিরো আলমের জানাজা আজ বিকেল ৫টায় 

GK Shohag avatar   
GK Shohag
ডেক্স রিপোর্ট

ফের আত্মহত্যার হুমকি দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় তার জানাজা নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে বলে নিজেই ফেসবুকে ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে হিরো জানাজার বিষয় জানিয়ে তিনি লেখেন, ‘রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলমের ওষুধ খেয়ে মরে না, আজকে সত্যি সত্যি মারা যাব। 

তিনি আরও লিখেন, রিয়া মনির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব আমি রিয়াল ছিলাম। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসভবনে।’

এর কিছুদিন আগে স্ত্রী রিয়া মনির সঙ্গে আলাদা থাকার কষ্টে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম। সে সময় বগুড়ার ধুনটে গিয়ে বেশ কিছু ঘুমের ওষুধ সেবন করেন তিনি। পরে তার এক বন্ধু দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে রিয়া মনি তখন বগুড়ায় ছুটে আসে। হিরো আলমের এসব কান্ড বরাবরই জনসাধারণের মাঝে হাস্যরসের সৃষ্টি করছে।

نظری یافت نشد