হিজলায় সয়াবিন ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, ব্যাপক মারধর এবং ৩ লক্ষ ৬৩ হাজার ৭০ টাকা ছিনতাই।
হিজলা উপজেলা প্রতিনিধিঃ
------------------------------------------
গতকাল ৭ মে ২০২৫, বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের মান্দ্রাতর কুশুরিয়া গ্রামে, সয়াবিন ব্যবসায়ী
মো: রহিম মাঝির উপর আনোয়ার পাটোয়ারির এবং শরীফ পাটোয়ারির নেতৃত্বে এই সন্ত্রাসী হামলা হয়। সন্ত্রাসী আনোয়ার এবং তার বাহিনী রহিম মাঝিকে ব্যাপক মারধর করে তার কাছে থাকা ৩ লাখ ৬৩ হাজার ৭০ টাকা ছিনিয়ে নেয়।
অভিযোগ সূত্রে জানা যায়, রহিম মাঝি সয়াবিন ক্রয়ের উদ্দেশ্যে পার্শ্ববর্তী ইউসুফ হাওলাদারের বাড়িতে যাচ্ছিলেন। পথে স্থানীয় মনির পাটোয়ারীর বাড়ির সামনে পূর্ব পরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায় এবং টাকা ও ব্যাগ ছিনিয়ে নেয়।
ঘটনার সঙ্গে জড়িত হিসেবে অভিযুক্ত করা হয়েছে একই গ্রামের চিহ্নিত জলদস্যু, ভূমিদস্যু ও চাঁদাবাজ হিসেবে পরিচিত ইনু পাটোয়ারীর ছেলে আনোয়ার পাটোয়ারীকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আনোয়ার পাটোয়ারী বলেন, “এইটা আমার এলাকা, এখানে সয়াবিন কিনলে মনপ্রতি ৫০ টাকা দিতে হবে, না হলে কিনতে পারবি না।” তার ছেলে শরিফ পাটোয়ারী ও আরো কয়েকজন মিলে রহিম মাঝিকে মারধর করে এবং তার হাতে থাকা ব্যাগ ও টাকা ছিনিয়ে নেয়।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার পাটোয়ারী বলেন, “আমার ছেলে সয়াবিন ব্যবসা করে, গতকাল যে সয়াবিনের দাম সে বলে এসেছে সেই সয়াবিন আজ রহিম কিনতে এসেছে, ওর এত সাহস!” তবে টাকা ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “কোনো মিমাংসা হবে না, ও যা পারে করুক।”
এ ব্যাপারে হিজলা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম জানান, “আমরা এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযুক্ত শরীফ পাটোয়ারি এবং আনোয়ার পাটোয়ারির ছবি নিচে দেয়া হলো।