হেফাজত সিলেট মহানগর পরিচিতি সভা অনুষ্ঠিত

আসগর সালেহী avatar   
আসগর সালেহী
জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনে হেফাজতের উদ্বেগ — “বাংলাদেশের জনগণ মেনে নেবে না” : মাওলানা আজিজুল হক ইসলামাবাদী..

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, “সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশে কার্যালয় স্থাপনের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা গভীর উদ্বেগজনক। অতীতে আমরা দেখেছি — বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ‘মানবাধিকারের’ নামে ইসলামী শরীয়াহ, পারিবারিক আইন এবং ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপের অপচেষ্টা চালিয়েছে। এই হস্তক্ষেপ জাতীয় সার্বভৌমত্বের ওপর আঘাত এবং মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতির পরিপন্থী। তাই বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন দেশের জনগণ কখনো মেনে নেবে না।”

তিনি অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান। একইসঙ্গে মাদরাসা শিক্ষা নিয়ে সেক্যুলার উপদেষ্টা শারমিন এস. মুরশিদ-এর বিতর্কিত বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে তার পদত্যাগের দাবি জানান।

বুধবার (৯ জুলাই) বিকেল তিনটায় সিলেট দরগাহ গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিকের হলরুমে হেফাজতে ইসলাম সিলেট মহানগর শাখার নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন হেফাজত সিলেট মহানগর সভাপতি মাওলানা মুশতাক আহমদ খান। পরিচালনায় ছিলেন মহানগর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আসজাদ আহমদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ শামীম আহমদ।

বিশিষ্ট ওলামায়ে কেরামের উপস্থিতি

দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাদরাসার মুহতামিম মাওলানা মাসুক উদ্দিন বড়বাড়ি, জালালাবাদ ইমাম সমিতির সিনিয়র সহসভাপতি মাওলানা ক্বারী মুজাম্মিল হোসাইন চৌধুরী, হেফাজতে ইসলাম সিলেট জেলা সভাপতি মাওলানা রেজাউল করীম জালালি, মহানগর সিনিয়র সহসভাপতি মাওলানা খলিলুর রহমানসহ বিশিষ্ট আলেম ও সংগঠনের নেতৃবৃন্দ।

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

পরিচিতি সভায় মহানগর শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা পাঠ করেন সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আসজাদ আহমদ। এতে সভাপতি মাওলানা মুশতাক আহমদ খান, সিনিয়র সহসভাপতি মাওলানা খলিলুর রহমানসহ প্রায় শতাধিক আলেম-ওলামা, মাদরাসা শিক্ষক, খতীব, দাঈ এবং পেশাজীবীকে অন্তর্ভুক্ত করা হয়।

সভায় ঘোষিত কমিটির শীর্ষপদগুলো হলো :

সভাপতি: মাওলানা মুশতাক আহমদ খান
সাধারণ সম্পাদক: হাফিজ মাওলানা আসজাদ আহমদ
সিনিয়র যুগ্ম সম্পাদক: মাওলানা সৈয়দ শামীম আহমদ
সাংগঠনিক সম্পাদক: মাওলানা শাহ মমশাদ আহমদ
অর্থ সম্পাদক: মাওলানা আহমদ কবির
প্রচার সম্পাদক: মাওলানা ইমদাদুল হক নোমানী
অফিস সম্পাদক: হাফিজ মাওলানা জিয়াউর রহমান
সমাজকল্যাণ সম্পাদক: মাওলানা মুসাদ্দিক আহমদ
আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট মুহাম্মদ আলী
দাওয়াহ বিষয়ক সম্পাদক: মুফতি জিয়াউর রহমান

বাকি পদে দায়িত্বপ্রাপ্তদের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এই ভূখণ্ডে ইসলামী মূল্যবোধ, শরীয়াহ ও ধর্মীয় শিক্ষা-ব্যবস্থায় হস্তক্ষেপের বিরুদ্ধে হেফাজত সবসময় সোচ্চার ছিল, আছে এবং থাকবে।

कोई टिप्पणी नहीं मिली